বরেন্দ্র আইটিতে বিনামূল্যে প্রশিক্ষণ

আপনার প্রশ্ন হতে পারে কিভাবে আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি?
উত্তর: নেদারল্যান্ড এর একটি এনজিও Stichting Present এর অর্থায়নে এবং বরেন্দ্র আইটির তত্ত্বাবধায়নে এই পুরো প্রজেক্টটি সম্পন্ন হবে।

🎉ট্রেনিংটি ২টি স্টেজ এ করানো হবে:
⭐স্টেজ ১ : Learning
⭐স্টেজ ২ : Earning
🎯মেয়াদ : ৬ মাস

এই কোর্সগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেন প্রত্যেকে আয় করতে পারে আর না করতে পারলেও অন্তত আমাদের সাথে থেকে একসাথে কাজ করতে পারে অর্থ্যাৎ আমরা আপনাকে আয় না করিয়ে ছাড়ছি না।

তো কোর্সগুলো কি কি?
🎉Digital Marketing – ১৮ জন
🎉Web Development (WordPress) – ১৫ জন
🎉Graphic Design – ১৫ জন

ভর্তির যোগ্যতা:
🎯 যে কোন সালে এস.এস.সি পাশ।

কিভাবে ভর্তি হবো?
১ কপি ছবি, এস.এস.সির যে কোন ডকুমেন্ট এর ফটোকপি এবং NID/DOB এর ফটোকপি ।

আসলেই কি কোন কোর্স ফি লাগবে না?
👉জ্বি না কোন কোর্স ফি লাগবেনা, শুধুমাত্র রেজিষ্ট্রেশন, আইডিকার্ড এবং সার্টিফিকেট ‍এর জন্য ৪৫০৳ টাকা লাগবে। আর ১৫০০৳ জামানত বাবদ লাগবে যেটা কোর্স শেষে ফেরত পেয়ে যাবেন। ভর্তির সময় এইটাই ব্যাস পরে আর কোন কিছুর সম্মুখীন হতে হবে না, Just ভালোভাবে কোর্সটি সম্পন্ন করবেন আর আয় করবেন ইনশাআল্লাহ্
👉ভর্তির শেষ তারিখ: ৩১ শে জানুয়ারী ২০২৪

🎯 তবে আগে আসলে আগে ভর্তি, সিট শেষ হয়ে ভর্তি বন্ধ হয়ে যাবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top